Site icon suprovatsatkhira.com

মুজিব বর্ষকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের তাল গাছের চারা ও বীজ রোপণ

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীকে সামনে রেখে প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার বাইপাস সড়কের দুই ধারে ১৯৭১ টি তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। শনিবার (১৯ অক্টোবর) সকালে জেলা পুলিশ, পুলিশ নারী কল্যাণ সমিতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এ তাল গাছের চারা রোপণ করা হয়। তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী নাদিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেড-কোয়াটার জিয়াউর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরাম সাতক্ষীরার সভাপতি ডা. আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, ডিবি ওসি মহিদুল ইসলাম, আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীকে সামনে রেখে এবং ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাকে স্মরণ করে প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বজ্রপাত প্রতিরোধে সাতক্ষীরার বাইপাস সড়কের দুই ধারে ১৯৭১ টি তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version