Site icon suprovatsatkhira.com

মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি: ভারতে মহাত্মাগান্ধীর ১৫০তম জন্মদিন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করেছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। ভারতের পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার যথারীতি আমদানি রফতানি চলবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার নাসিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ আছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন (ওসি) মহসিন খান পাঠান জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version