Site icon suprovatsatkhira.com

ভোমরা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ট্রাক ভর্তি মালামালসহ ভারতীয় নাগরিক আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দুটি ভারতীয় ট্রাক ভর্তি ৫০ হাজার পাতা বাংলাদেশি সুখী বড়ি ও ৮শ’ ৩ কেজি সুপারিসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোমরা স্থল বন্দর সংলগ্ন আইসিপি এলাকা থেকে উক্ত মালামালসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। ট্রাকসহ আটক মালামালের মূল্য ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৯ শত টাকা বলে জানায় বিজিবি। আটক ভারতীয় নাগরিকের নাম মো. ওলিউল্লাহ গাজী (৩০)। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার প্রসন্নকাঠি গ্রামের লুৎফর গাজীর ছেলে। বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সুপারি ও সুখী বড়ি ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় ভারতীয় নাগরিক ওলিউল্লাহ গাজীকে দুটি ট্রাকসহ আটক করা হয়। ( যার ভারতীয় নং-ডই-২৫-উ-০০৩১ ও ডই-২৫-ঊ-৭৯৮০)। পরে ট্রাক দুটি থেকে উপরোক্ত মালামাল গুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত আসামি ওলিউল্লাহ গাজীকে অবৈধ মালামাল ও ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version