অক্টোবর ১৬, ২০১৯
ভিডিও কনফারেন্সে বাইপাস সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাজহারুল ইসলাম: সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাইপাস সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সড়কের উদ্বোধন করেন। এ সময় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কসহ ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কে বানার নদীর উপর সেতু, ঢাকা-সিলেট মহা-সড়কের ভুলতায় ৪ লেনের ফ্লাইওভার, মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে ১৩টি সেতু, পটিয়া বাইপাস সড়কও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব উন্নয়ন কাজের মধ্যে ভোমরা স্থল বন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি নির্মাণে ১৮৩.৫১ কোটি টাকা ব্যয় হয়। বাইপাসের ৭.৩ মিটার প্রস্থের ২৩.৮৫ কিলোমিটার মহা-সড়কটিতে ৩টি ব্রিজ, ৫০ টি কালভার্টও রয়েছে। প্রধানমন্ত্রী আরও যে সব প্রকল্প উদ্বোধন করেন তার মধ্যে ৩৩৮.৮২ কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট মহা-সড়কের ভুলতায় ৪ লেনের ফ্লাইওভার প্রকল্পটি নির্মাণ করা হয়। এ প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহা-সড়ক বরাবর ১হাজার ২শ’ ৩৯ মিটার দৈর্ঘ্যরে একটি ও ঢাকা বাইপাস মহা-সড়ক বরাবর ৬শ’ ১১ মিটার ৪ লেনের দুই ফ্লাইওভার নির্মাণ এবং ঢাকা সিলেট মহা-সড়ক বরাবর ২.১৩ কিলোমিটার এবং ঢাকা বাইপাস সড়ক বরাবর ১.০৮৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ করা হয়। ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কের বানার নদীর উপর ২৮২.৫৫৮ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণ করতে ব্যয় হয় ৩২ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহা-সড়কের ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ প্রকল্প (পটিয়া বাইপাস সড়ক) বাস্তবায়নে খরচ হয় ৮৭.৭০ কোটি টাকা। এছাড়া মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে ঝুঁকিপূর্ণ সেতুর পরিবর্তে ১৩ স্থায়ী কংক্রিট সেতু নির্মাণ করা হয়। এসব সেতুরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এসব এলাকার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব উন্নয়ন কাজ রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট নির্দেশনাসহ সাধারণ মানুষকেও সচেতন হওয়ার অনুরোধ জানান। এছাড়া নিরাপদ সড়ক প্রসঙ্গে চালক, পথচারী থেকে শুরু করে সবাইকে সচেতন হওয়ার আহŸান জানান তিনি। সচেতনতা সৃষ্টির লক্ষে স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে পাঠদান এবং শিক্ষার্থীদের সচেতন করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। গণ ভবন থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় গণ ভবনে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি উপস্থিত ছিলেন। উদ্বোধনি প্রকল্পসমূহের ভিডিও চিত্র উপস্থাপন করেন সড়ক পরিবহণ ও মহা-সড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। এ সময় সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জ্যোৎছ্না আরা, পৌর কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 8,889,171 total views, 64 views today |
|
|
|