Site icon suprovatsatkhira.com

বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠাক, হচ্ছে না মিলন মেলা

মীর খায়রুল আলম: বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠাকের সিদ্ধান্ত অনুযায়ী এবারও হচ্ছে না মিলন মেলা।  উভয় দেশের নিরাপত্তার কথা চিন্তা করে এবং অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে বুধবার বাংলাদেশ সীমান্তরক্ষী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী (বিএসএফ) এবং উভয়দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে বুধবার(২ অক্টোবর) বেলা ১১টায় ভারতের টাকি পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে দেবহাটা ইউএনও’র প্রতিনিধি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্বল মৈত্র, টাউনশ্রীপুর কোম্পানি কমান্ডার মোত্তালিব হোসেন, ভারতের টাকি পৌর সভার মেয়র সোমনাথ মুখার্জী, হাসনাবাদ বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিনোদ সিং, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহাবুবুর রহমান বাবলু প্রমুখ। ইছামতি নদী বাংলাদেশ ও ভারতের শারদীয় দূর্গাপূজার বিসর্জনস্থল হওয়ায় উভয়দেশের শান্তি বজায় রাখতে বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version