Site icon suprovatsatkhira.com

বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতির সংবাদ সম্মেলন

তালা প্রতিনিধি: তালা উপজেলা খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি ফারদীন এহসান দীপ উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারদীন এহসান দীপ বর্তমান সদ্য ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সরদার আবু মূছাকে জামায়াত পরিবারের সদস্য উল্লেখ করে বলেন, আর্থিক সুবিধা নিয়ে নতুন করে ইউনিয়ন কমিটি দেয়া হয়েছে। ছাত্রলীগের উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন ইউনিয়নে কমিটি দেয়ার নামে অর্থ নিয়েছেন এমন দাবি করলেও তার পক্ষে কোন তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরতে পারেনি। সংবাদ সম্মেলনে বহিষ্কৃত ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সুলতান সরদার, খলিষখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী অশোক লাইড়ী, শহীদ জিয়াউর রহমান কলেজের ডেমনেস্টেটর সরদার কামরুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ১৩ মার্চ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারদীন এহসান দীপের নেতৃত্বে একদল সন্ত্রাসী খলিষখালী ইউনিয়ন আ’লীগের নির্বাচনি অফিসে হামলা চালায়। হামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সমীর দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, আ’লীগ নেতা নীল কমল দাশসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওজেদ মন্ডল, সাধারণ সম্পাদক সমীর দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলামসহ ৫ জন সিনিয়র নেতা জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করে ফারদীন এহসান দীপের বিরুদ্ধে প্রতিকার দাবি করে। অভিযোগের বিষয়টি তদন্ত করে তালা উপজেলা ছাত্রলীগ গত ৮ সেপ্টেম্বর আ’লীগ অফিসে হামলা করে সিনিয়র নেতাদের মারপিটের ঘটনার সত্যতা পেয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারদীন এহসান দীপ কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এর দেড় মাস পর ২৮ অক্টোবর তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগ কে গতিশীল করতে বিএল কলেজ ছাত্রলীগের জোহা হল শাখার সাধারণ সম্পাদক আবু মুছাকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version