অক্টোবর ২২, ২০১৯
পিপি জহুরুল হায়দারকে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সংবর্ধনা
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২য় বারের মতো পিপি নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবুকে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাড. জহুরুল হায়দার বাবু দ্বিতীয় বারের মতো পিপি নির্বাচিত হওয়ায় সমাজের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জর্জ হোসনেয়ারা খাতুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি একজন নারী হিসেবে তার কর্মযজ্ঞ আমাদের সবাইকে অনুপ্রাণিত করে এবং আমি একজন পিপি হিসেবে তার আদর্শকে মনে প্রাণে ধারণ করি। তিনি নারী বিচারক হিসেবে একজন মডেল বিচারক। তিনি যুগান্তকারী রায় দিয়েছেন একাধিকবার। বিচারের ক্ষেত্রে তিনি মডেল, যতদিন বেচে থাকব তার কথা মনে রাখব। রায় এবং বিচারের ক্ষেত্রে তিনি কাউকে ছাড় দেন না। এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর অক্লান্ত প্রচেষ্টায় শ্যামনগর আজ পৌরসভা ঘোষণা হয়েছে।’ এ সময় বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, নওয়াবেকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রেসক্লাবের সভাপতি সভাপতি জি এম আকবর কবির ,উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি পলাশ দেবনাথ, ওসমান গনি সোহাগ, আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহেব আলি,রবিউল ইসলাম,আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক আল মামুন লিটন, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন প্রেসক্লাব রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সহ সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম। 8,889,972 total views, 865 views today |
|
|
|