পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় এনজিও প্রতিষ্ঠান উত্তরণের আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ৫ দিন ব্যাপী অ্যাকটিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ শেষ হয়েছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) পাটকেলঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। বুধবার (২ অক্টোবর) বিকাল ৫ টায় পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে ২০৬ নং কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। কলেজের ৩০ ছাত্র-ছাত্রকে এ লিডারশিপ প্রশিক্ষণ প্রদান করা হয়। উত্তরণের প্রশিক্ষক মির্জা মনিরুল ইসলাম, গোলাম হোসেন, শাকিল সিয়াম, রেজওয়ান উল্লাহ ও বৃষ্টি খাতুন প্রশিক্ষণ দেন। এ প্রশিক্ষণ সরকারের এসডিজি-৫ বাস্তবায়নে শিক্ষার্থীরা সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রশিক্ষকরা জানান।