পাটকেলঘাটা প্রতিনিধি: ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানের আলোকে পাটকেলঘাটায় থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে পাটকেলঘাটা থানা চত্বর থেকে একটি র্যালি পাটকেলঘাটা বাজার প্রদক্ষিণ শেষে থানা চত্বরে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা-পাটকেলঘাটার সার্কেল এসপি মো. হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু । কমিউনিটি পুলিশিং সেবা জনগণের দার প্রান্তে পৌঁছে দেয়ার জন্যে সকলকে সহযোগিতা করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে । আপনাদের ছেলে-মেয়েরা কখন কি কাজ করে বিশেষ করে সন্ধ্যার পরে কাদের সাথে মেশে, কোথায় যায় তার সবসময় নজরদারিতে রাখতে হবে । আপনাদের নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশের সহযোগিতা নেবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, তালা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল হাই, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান। এ সময় থানার তদন্ত ওসি জেল্লাল হোসেন, প্রভাষক স ম আতিয়ার রহমান, পাটকেলঘাটা থানার পুলিশিং কমিউনিটি এর সেক্রেটারি সাংবাদিক মফিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্দ্রজিত কুমার সাধু, হোসনে আরা সহ স্থানীয় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন পাটকেলঘাটা থানা পুলিশের এস আই শাহাদাৎ উল আলম।
পাটকেলঘাটায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/