পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা লতার কাঠামারীতে শারদীয় দুর্গাপূজার সর্ববৃহৎ আয়োজন করা হয়েছে। পূজা মন্ডপে স্থাপন করা হয়েছে ৮৩টি প্রতিমা। অসংখ্য প্রতিমা দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্তানূরাগীরা আসছে পূজা মন্ডপে। সপ্তমী পূজা থেকে পূজা মন্ডপে বিরাজ করছে শারদীয়া উৎসবের আমেজ। সংশ্লিষ্ট সূত্র মতে, এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১শ’ ৪৮টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মন্ডপগুলোর মধ্যে সবার নজর কেড়েছে উপজেলার লতার কাঠামারী পূজা মন্ডপের সর্ববৃহৎ আয়োজন। এবারই সর্বপ্রথম মন্ডপে স্থাপন করা হয়েছে, বিষ্ণু, ব্রহ্মা, শিব, মনসা, গঙ্গা দেবী, দেবতা অশুরের সমুদ্র মন্থন, অন্ধক অশুর বধ, অহণ্যা পাষাণ, মাধব পাটনার ঘাট, সীতা রামের শিবপূজা, দ্রৌপদীর বস্ত্র হরণ, শ্রী কৃষ্ণের জুগোল মিলন, হরি-চাঁদ ঠাকুর, রাম কর্তৃক তাড়কা বধ সহ ৮৩টি প্রতিমা। শুক্রবার ঘট স্থাপন ও ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিক পূজা শুরু হলেও শনিবার সপ্তমী থেকে মন্ডপে ভিড় জমতে শুরু করেছে। তবে অষ্টমী থেকে সবচেয়ে বেশি লোক সমাগম ঘটবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। পূজা অর্চনার পাশাপাশি সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া কনসার্ট, যাত্রাপালা ও কবিগান সহ নানা কর্মসূচির আয়োজন রয়েছে এ মন্দিরে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তানূরাগীরা ভিড় করছে মন্ডপে। মন্ডপে আসা শিক্ষার্থী ফেন্সি রায় জানায়, এ বছর অনেকগুলো নতুন নতুন প্রতিমা দেখে পূজায় এসে খুব ভাল লেগেছে। গৃহবধূ সোমা মল্লিক জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে এ বছর প্রতিমার সংখ্যা বেশি হওয়ায় উৎসবের আমেজেটাও অনেক বেশি। অর্জুন কুমার মন্ডল জানান, এ বছর সর্ববৃহৎ আয়োজন করায় বিগত যেকোনো বছরের চেয়ে লোক সমাগম অনেক বেশি ঘটছে। মন্দির কমিটির সভাপতি সনজিত সরকার জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব এবং লতার কেন্দ্রীয় পূজা মন্দির হওয়ায় এ বছর ধর্মীয় সামাজিক সম্প্রতির বন্ধন দৃঢ় করার লক্ষে প্রত্যন্ত এলাকার এ পূজা মন্ডপে প্রথম বারের মত সর্ববৃহৎ আয়োজন করা হয়েছে। যা মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এত প্রতিমা এর আগে কখনও স্থাপন করা হয়নি। লতা সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত ভক্তানূরাগীরা মন্ডপে আসছে।
পাইকগাছা লতার কাঠামারীতে সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজার আয়োজন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/