পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মারপিট ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ৪ কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। থানা সূত্র জানায়, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পাইকগাছা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ শীল, মৃণ্ময় ঢালী, প্রতীমা মন্ডল ও দেলুটির কালিনগর কলেজের ছাত্রী তিথি রায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় উপজেলা নির্বাচন অফিসের সামনে পৌঁছালে একই কলেজর ছাত্র পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালী গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস (১৯), হারুনের ছেলে আরাফাত রশিদ মীম (১৯), সরল গ্রামের বিশ্বজিৎ মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল (২০), দেলুটির জিরবুনিয়া গ্রামের অমল সরকারের ছেলে তুফান সরকার (১৯) সহ ৬ জন শিক্ষার্থীদের গতিরোধ করে। এ সময় তারা প্রত্যেকের পৃথক স্থানে ডেকে নিয়ে মারপিট করে তাদের কাছে থাকা ৩টি মোবাইল, ৩শ টাকা ছিনতাই করে। এ ঘটনা জানাজানির পর এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীদের পরিবার থানা পুলিশকে ঘটনা খুলে বলে। ঐ রাতেই পুলিশের এস আই অখিল রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত ৪ কলেজ ছাত্রকে আটক করে। ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় ধৃত ৪ জনের নামে থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে।
পাইকগাছায় মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ৪ কলেজ ছাত্র আটক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/