Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় ভাঙচুর করে ২টি দোকানে তালা: থানায় অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রা দু’উপজেলা সীমান্তে পূর্ব শত্রুতার জেরে শুড়িখালী বাজারের ২টি দোকান ঘরের মালামাল রাস্তায় ফেলে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এ নিয়ে দু’পক্ষের মধ্যে ফৌজদারি সহ দেওয়ানি মামলার চলমান আছে। স্থানীয় সূত্র জানায়, দু’উপজেলা সীমান্তের হাতিয়ার ডাঙ্গার (শুড়িখালী) বাসিন্দা সুভাষ মন্ডল ১৯৯৩/৯৪ সালে হাতিয়ারডাঙ্গা মৌজার ৪টি দাগে ১ একর ৬৭শতক জমি বন্দোবস্ত প্রাপ্ত হন। এর মধ্যে শুড়িখালী বাজারের পাশে ৬১৮ডিপি খতিয়ানের ৩৬২০ দাগের ৪৭ শতক সম্পত্তি রয়েছে। সূত্র আরও জানায়, বাজারের এ দাগের ১শতক জমি সুভাষ মন্ডল বিগত ৯৭ সালে স্ট্যাম্পের মাধ্যমে গড়ইখালী ইউপির বাইনবাড়ীয়ার কালীপদ সানার ছেলে কান্তিলাল (কানু) সানার কাছ থেকে টাকা নিয়ে ডিড করে দিলে এখানে ৩টি দোকান ঘর গড়ে উঠে। এ বিষয়ে সুভাষ মন্ডল জানান, ১৪/২/২০০৫ সালে টাকা দিয়ে কানুর কাছ থেকে ঘরের স্ট্যাম্পটি ফেরত নিয়ে পরবর্তীতে কানাখালীর অলোক মন্ডল ও পাতড়াবুনিয়ার শিশির মন্ডলকে ভাড়া দেওয়া হয়। তিনি আরও বলেন, এর পর কানুর ইন্ধনে একটি পক্ষ বন্দোবস্ত বাতিলের জন্য ডিসির কাছে আবেদন করলে তদন্ত ও শুনানীন্তে তাদের অভিযোগ না মঞ্জুর হয়। সুভাষ অভিযোগ করেন, কানুর বিরুদ্ধে দায়ের করা দেওয়ানি ৭৬/ ১৮ মামলা সাক্ষী পর্যায়ে। দখল প্রমাণের জন্য রোববার সকালে লোকজন নিয়ে কানুর স্ত্রী কুড়াল দিয়ে অলোক ও শিশিরের দোকানের শাটার ভেঙে মালামাল রাস্তায় ফেলে দোকানে তালা মেরে ত্রাস সৃষ্টি করে এ সময় আমার স্ত্রী উষা রানী বাঁধা দিলে তাকে ভয়ভীতি ও মারপিট করে। সার-কীটনাশক মাছ ও গো খাদ্যর ক্ষয়-ক্ষতির কথা বলে দোকানদার অলোক বলেন, বিগত ৯ বছর ধরে এ ঘরে ব্যবসা করছি এবং কানুর মিথ্যা মামলায় জেলও খেটেছি। ভাঙচুর ও ক্ষয়-ক্ষতির অভিযোগ এনে সুভাষ মন্ডল কানু দম্পতির বিরুদ্ধে কয়রা থানায় অভিযোগ করেছেন। এ অভিযোগ প্রসঙ্গে কানু সানা বলেন, আমার স্ত্রী অনিমা হাতুড়ি দিয়ে তালা খুলে মালামাল সরিয়ে আলোকদের নামিয়ে তালা ঝুলায় এবং ভাড়ার টাকা না দিলে এ ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version