Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী আহত: আটক-২

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার পুত্র যুবলীগ-কর্মী হাকিম পাড় গুরুতর আহত হয়েছেন। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাড়–লী ইউপির শ্রীকন্ঠপুরে এ ঘটনা ঘটে। রাড়–লীর শ্রীকণ্ঠপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, আমার দখলীয় ৫০ শতক ডাঙা জমি নিয়ে স্থানীয় ফকির খাঁ বিরোধ সৃষ্টি করে আসছে। বর্তমান জরিপে এ সম্পত্তির রেকর্ডসহ কর-খাজনাও পরিশোধ করেছি। বৃহস্পতিবার সকালে এ সম্পত্তিতে আমরা বাসা বাড়ি তৈরি করার সময় প্রতিপক্ষ ফকির খাঁ নিলাম সম্পত্তি দাবি করে পুলিশের কাছে অভিযোগ করে। এর প্রেক্ষিতে রাড়–লী ক্যাম্প পুলিশের আইসি এসআই সঞ্জয় দত্ত নির্মাণ কাজ বন্ধ করে কাগজ-পত্র নিয়ে দু’পক্ষকে বসাবসির কথা বলে শান্তিপূর্ন অবস্থানের নির্দেশনা দেন। মুক্তিযোদ্ধা আবুল হোসেন অভিযোগ করেন, পুলিশ কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করার পর একা পেয়ে ফকির খাঁ, নিজাম ও মোজাম খাঁ লাঠি-সোঁটা, শাবল নিয়ে অতর্কিত হামলা চালায় এবং শাবল দিয়ে ছেলে হাকিমের পাজড়সহ বিভিন্ন স্থানে আঘাত করলে সে গুরুতর ভাবে জখম হয়ে আহত হয়। এ সময় ছেলের স্ত্রী ফামিয়া স্বামীকে ঠেকাতে আসলে সেও আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে রাড়–লী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ফকির ও নিজাম খাঁ’কে আটক করেন। আইনি পদক্ষেপের কথা বলে, ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version