অক্টোবর ২০, ২০১৯
পাইকগাছায় জমির বিরোধে সৃষ্ট প্রনব মঠের চলাচলের পথ সুগম হয়েছে
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার লস্কর ইউপি’র খড়িয়া লেবুবুনিয়ার চকে মিস্ত্রি বাড়িতে দু’পক্ষের জমির বিরোধে শ্রী শ্রী প্রনব মঠের যাতায়াত পথ নিয়ে সৃষ্ট বিরোধের সমাধান হয়েছে। সংশ্লি¬ষ্টদের উপস্থিতিতে দু’পক্ষই, জরিপের প্রিন্ট পর্চার কাগজ হাতে না পাওয়া পর্যন্ত ও যাতায়াত পথ সুগম রেখে এ সমাধানে পোঁছিয়ে আপোশ নামায় স্বাক্ষর করেছেন। স্থানীয় ক্ষিরোদ মিস্ত্রির ছেলে বাদী কনক মিস্ত্রি ও একই শরিকের বিবাদী কার্তিক-অনিমেষ মিস্ত্রি গংরদের স্ব-স্ব আইনজীবীরা কাগজপত্র পর্যালোচনা করে সকলে এ ঐক্যমতে পৌঁছান। এ সময় পুলিশ সুপার মো. আনিছুর রহমান (বিশেষ শাখা), অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ওসি এমদাদুল হক শেখ, ইন্সপেক্টর (তদন্ত) রহমত আলী, এসআই মহিউদ্দীন আহম্মেদ, এসআই মিন্টু মিয়া, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আ’লীগ নেতা বিভুতী ভুষন সানা, স্নেহেন্দু বিকাশ, অ্যাড. কালীপদ মন্ডল, সুকল্যান সানা, আবুল কালাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, অরবিন্দ মন্ডল, যুবলীগ-নেতা আকরামুল ইসলাম, দেবব্রত মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ নিয়ে কনক মিস্ত্রি ইতোপূর্বে ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ এমন কি পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বাবু সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করে। এ দিকে খুলনা-৬ এর এমপি সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিষ্পত্তির জন্য সংশি¬ষ্টদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আনিছুর রহমান শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন কালে দু’পক্ষের উপস্থিতিতে ব্যাপক আলোচনান্তে এ ঐক্যমতে পৌঁছান। এ সময় তিনি বলেন, প্রিন্ট পর্চা বের হলে মীমাংসার জন্য আবারও বসব। পক্ষ-প্রতিপক্ষ যেহেতু একই পরিবারের মানুষ সে কারণে অভ্যন্তরীন বিরোধ মিটানো জরুরী মনে করে তিনি এ সময়ে কেহ ফৌজদারি অপরাধ করলে থানা পুলিশেরর প্রতি তাদেরকে আইনের আওতায় আনার নির্দেশনা দেন। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, এ বিষয়টি সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। জমির সর্বশেষ কাগজপত্র হাতে না পাওয়া পর্যন্ত পূর্বে সালিশি বৈঠকে যে মতামত দিয়েছিলাম আজও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত বহাল রেখে সকলে ঐক্যমতে পৌঁছিয়েছেন। বিদেশে অবস্থান কালে এমপি বাবু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খড়িয়ার দুটি পরিবারের মধ্যে বিরোধ মীমাংসার খবর পেয়ে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। 8,590,462 total views, 7,148 views today |
|
|
|