অক্টোবর ১০, ২০১৯
পাইকগাছার শিবসা ব্রিজে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় শিবসা ব্রিজে নিয়ম বহির্ভুত ভাবে মাঝারি ওয়েটের গাড়ির ৫০ টাকার পরিবর্তে হেভি ওয়েট ট্রাকের ১শ’ টাকার রেট সিøপ দিয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। ব্রিজের সাব লীজার আনারুল ইসলামের দায়িত্ব প্রাপ্ত লোকেরা বুধবার (৯ অক্টোবর) দুপুরে একটি ঔষধ কোম্পানির ও আকিজ গ্রæপের গাড়ির ড্রাইভারের নিকট থেকে এ টাকা উত্তোলনের ঘটনাটি থানা পুলিশ সহ সড়ক ও জনপদ বিভাগের খুলনা নির্বাহী প্রকৌশলী পর্যন্ত গড়িয়েছে। তবে এ অভিযোগের বিষয়টি সাব-লীজার আনারুল ইসলাম অতিরঞ্জিত বলে দাবি করেছেন। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লি: কোম্পানির ঢাকা মেট্রো-ম-৩২৬৭ গাড়ির ড্রাইভার মো. রফিকুল ইসলাম বলেন, কোম্পানির ঔষধ নিয়ে কয়রা যাওয়ার পথে শিববাড়ি শিবসা ব্রিজে টোল আদায়কারীরা মাঝারি ওয়েটের গাড়ির ৫০ টাকার পরিবর্তে আমার নিকট থেকে হেভি ওয়েট রেটের সিøপ দিয়ে ১শ’ টাকা আদায় করেছে। এর প্রতিবাদ করলে টোল আদায়ের লোকজন অসৌজন্য মূলক আচরণ করেন। যা আমি আমার কোম্পানিকে জানিয়েছি। তিনি অভিযোগ করেন, আমার কোম্পানির গাড়ির ইতোপূর্বে এ ব্রিজ থেকে ৫০ টাকা টোল আদায় করা হত যা কয়রা চাঁদআলী ব্রিজে চলমান রয়েছে। অন্যদিকে আকিজ গ্রæপের ঢাকা মেট্রো হ ২২৮৪ গাড়ির ড্রাইভার মুরাদ হোসেন একই অভিযোগ করে বলেন, আমার মাঝারি ওয়েটের গাড়ি থেকে ৫০ টাকার জায়গায় অতিরিক্ত ১শ’ টাকা টোল নেওয়ার কারণ জানতে চাইলে টোল আদায়কারীরা খারাপ ব্যবহার করে এবং বলেন, এই রেট না দিলে এরপর থেকে অন্য রোড দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। তিনিও বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানি সহ পাইকগাছা থানার ওসিকে জানানোর কথা বলেন। অন্য একটি সূত্র জানায়, ১ টনের হলুদ পিকআপ সহ তিন চাকার গাড়ি থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ব্রিজের সাব লীজার আনারুল ইসলাম এসব অভিযোগ অতিরঞ্জিত দাবি করে ব্রিজের টেন্ডার বঞ্চিতরা এ সমস্ত প্রচার চালাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। মোবাইল ফোনের মাধ্যমে এসব অভিযোগ প্রসঙ্গে খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাশ জানান, লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে টোল আদায়করীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 8,591,245 total views, 7,931 views today |
|
|
|