অক্টোবর ৮, ২০১৯
ধুলিহরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ইউনিয়নের বালুইগাছা গোবিন্দপুরসহ পার্শ্ববর্তী জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে তিনি পানি বন্দি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে দ্রæত পানি নিষ্কাশনসহ পানিবাহিত রোগ প্রতিরোধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। পরিদর্শনকালে তিনি বলেন, প্রতি বছর বর্ষার মৌসুমে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দি মানুষদের অনেক কষ্ট পোহাতে হয়। ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। এলাকাবাসী জানান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুর ঐকান্তিক প্রচেষ্টা জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি সরেজমিনে পানি বন্দি মানুষের কাছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু জানান, ইতোমধ্যেই সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে দ্রæত পানি নিষ্কাশনসহ পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। পানি অপসারণের জন্য গত শুক্রবার (৪ঠা অক্টোবর) দুপুর ২টা থেকে সুপারিঘাটা ব্রিজের পাশে ছয়টি সেচ পাম্প মেশিনের মাধ্যমে পানি সেচের কাজ শুরু করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, ইউপি সদস্য আনিছুর রহমান, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদত হোসেন বাবু, মোশাররফ, মন্জুরুল, শরিফুল, রিংকু, বায়দুল্লাহ, আ. কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,502,899 total views, 301 views today |
|
|
|