অক্টোবর ২৩, ২০১৯
ধানদিয়ায় মাতৃত্বকালীন দরিদ্র ভাতা-ভোগী নির্বাচন
ধানদিয়া (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার ধানদিয়ায় গর্ভবতী দরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে ভাতা-ভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ নির্বাচন সম্পন্ন হয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি ভাতা প্রাপ্তির জন্য ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রায় দুই শতাধিক গর্ভবতী ও সদ্য প্রসূত মা আবেদন করেন। তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন আবেদনকারী নারীদের মধ্য থেকে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ৭৯ জন নারীকে বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন। চূড়ান্ত তালিকায় থাকা ভাতা-ভোগী নারীরা প্রত্যেকে জুলাই ২০১৯ থেকে জুন ২০২২ পর্যন্ত (৩ বছর) মাসিক ৮শ’ টাকা ভাতা পাবেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা (অ.ঊ.ঙ) শুভ্রাংশু শেখর দাশ নারী উদ্যোক্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলন সহ পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 8,587,527 total views, 4,213 views today |
|
|
|