Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ছাত্রলীগ সভাপতির পর বড় ভাই ফেনসিডিল সহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের অন্যতম সহযোগী সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর এবার তার বড়ভাই মোস্তফা কামাল সুইট ১০০ বোতল ফেনসিডিল সহ আটক হয়েছে। খুলনা কেএমপি ও দেবহাটা থানা পুলিশের যৌর্থ অভিযানে শুক্রবার রাতে পারুলিয়া ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন সেকেন্দ্র গ্রামের আহাদ আলীর ছেলে এবং কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সজীবের বড় ভাই।
অভিযানটি পরিচালনা করেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)-৩ খুলনা শিরোমনির ইন্সপেক্টর জুয়েল ইসলাম, এসআই আব্দুর রহিম, এসআই আবুল হাসান, এএসআই তৌহিদুল ইসলাম, এএসআই মাজহারুল ইসলাম, এএসআই নুর আলম সহ অন্যান্য সদস্যরা।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, সুইট নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২৬ অক্টোবর মাদক আইনে- ১২ নং মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য যে, ২দিন আগে আটক হয় কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি, যুগ্ন সম্পাদক ও এক সদস্য। এঘটনার রেশ কাটতে না কাটতে আটক হয় ঐ ছাত্রলীগ নেতার ভাই। ঐ ছাত্রলীগ নেতা আটক হওয়ার পর ক্ষেপে ওঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন। এরপর সে সংশ্লিষ্ট সংবাদকর্মীদের শায়েস্তা করতে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। এমনকি অবশেষে বাধ্য হয়ে নিদের দায় এড়াতে রাতেই নতুন কমিটি প্রদান করে উপজেলা ছাত্রলীগ। তবে সচেতন মহলের দাবি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তার পিতার অঢেল সম্পত্তির বিষয়ে দুদক সহ সংশ্লিষ্ট প্রশাসন খোঁজ নিলে বেরিয়ে আসবে নানা রহস্য।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version