অক্টোবর ২৫, ২০১৯
তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের কাল্পনিক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তালা উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের কাল্পনিক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালার মুড়াকলিয়া গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে ইউপি সদস্য ইয়াছিন সরদার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন আমাকে ও আমার ভাই মহসিন সরদারকে সন্ত্রাসী উল্লেখ করে বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন, ১৯৯০ সাল থেকে তিনি জাতীয় পার্টির ছাত্র সমাজের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি ২০০২ সালে আ’লীগের রাজনীতিতে যোগ দেন। তার কথার সঙ্গে কিছুটা একমত হয়ে আপনাদের জানাতে চাই, সরদার জাকির আ’লীগে অনুপ্রবেশকারী হিসেবে আমি যে অভিযোগ এনেছি তার সত্যতা তার বক্তব্যের মধ্য দিয়েই আপনারা পেয়েছেন। এছাড়া সরদার জাকিরের পরিবারের লোকজন প্রকৃত অর্থে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসহ সকল রাজনীতির সঙ্গে জড়িত। সরদার জাকিরের ভাই আমজেদ ও জিয়া বিএনপি নেতা, অপর ভাই সরদার কবির জাতীয় পার্টির যুব সংহতির সভাপতি, আরেক ভাই মহসিন সরদার জামায়াত নেতা। তাহলে সকল দলের সঙ্গেই রয়েছে জাকির পরিবার। সংবাদ সম্মেলনে তালা উপজেলা যুবলীগের এক সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে সরদার জাকির উল্লেখ করেছেন। প্রকৃত অর্থে আদৌ তিনি কখনো উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন না। তিনি বলেন, ভিন্ন দল থেকে এসে টাকার বিনিময়ে উপজেলা যুবলীগের আহŸায়ক ও পরে সভাপতি হন এই জাকির। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর তালা সদরে চোরাই মোটর সাইকেল উদ্ধারকালে তালা থানা পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেনকে মারপিটের ঘটনায় সরদার জাকিরের নামে দ্রæত বিচার আইনে মামলা হয়। এর কিছুদিন পরই তার আরেক ভাই ফারুক সরদার ছাত্রলীগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তালা থানার এসআই জাহিদ হোসেনকে বেধড়ক মারপিট করে গ্রেফতার হন। এরপর ২০১৬ সালে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরদার জাকির ঘের দখল, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণের ৮ কোটি টাকা উত্তোলনসহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আর আমার ভাই মহসিন সরদার তার এসব দুর্নীতির কথা প্রকাশ করায় তিনি আমার ও আমার ভাইকে সন্ত্রাসী উল্লেখ করে বিচার দাবি করেছেন। বর্তমানে সরদার জাকির আমাদেরকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এমতাবস্থায় তিনি আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তালা উপজেলা যুবলীগ সভাপতি চেয়ারম্যান সরদার জাকিরের হাত থেকে তালার মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 8,637,580 total views, 2,579 views today |
|
|
|