Site icon suprovatsatkhira.com

তালা-পাটকেলঘাটায় জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন : মোট পরীক্ষার্থী ৫হাজার ১৩ জন

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি: রাত পোহালেই ২০১৯ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। এবার পরীক্ষায় তালা উপজেলায় মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেএসসি ৫টি ও জেডিসি ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ২ জন, কুমিরা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬শ’ ৬৫ জন ও কারিগরি শাখায় ১শ’ ৪২জন, কে এম এসসি কলিজিয়েট স্কুল কেন্দ্রে ৬শ’ ৪৬ জন, তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৬৪ জন, তালা শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬শ’ ১০ জন ও তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৪শ’ ৬৭ জন, পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪শ’ ২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, শান্তিপূর্ন ভাবে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version