অক্টোবর ২৬, ২০১৯
তালা উপজেলার উন্নয়নে নাগরিক কমিটির ২১ দফা দাবি
তালা প্রতিনিধি: ‘নিজে অপরাধ করব না, অন্যকে অপরাধ করতে দেব না’ প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা নাগরিক কমিটির ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হকের সভাপতিত্বে এবং রূপালী’র পরিচালক শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, আব্দুল জলিল, মোহাম্মদ আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুর রহমান লিটু, জে এস ডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, আ’লীগ নেতা আব্দুল আজিজ, কামরুল ইসলাম লাল্টু, আব্দুল আলিম নিটুল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নে ধারাবাহিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলমুক্ত চলমান অভিযানকে গতিশীল রাখতে তালা উপজেলার দায়িত্বশীল নাগরিক হিসেবে উপজেলা প্রশাসনের সদিচ্ছা কে আমরা সহায়তা করতে চাই। তালা উপজেলাকে “ক্লিন তালা, গ্রিন তালা” হিসাবে সাধারণ মানুষের দাবি আদায়ের লক্ষে তালাকে পৌরসভায় রুপান্তর, গ্রামীণ সড়কের উন্নয়ন, তালায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ সহ ২১ দফা দাবি উপস্থাপন করা হয় নাগরিক কমিটির পক্ষ থেকে। 8,636,253 total views, 1,252 views today |
|
|
|