অক্টোবর ৩০, ২০১৯
তালায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস
সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালা মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার গুনগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস। মতবিনিময় সভায় খুলনাঞ্চল ডাক বিভাগের সহকারী পরিচালক তরুন কান্তি সরকার, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বদিউজ্জান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ুন কবীর, তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মমিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভীন পাঁপড়ী, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোড়ল, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সচিব, কলেজ উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। 8,635,799 total views, 798 views today |
|
|
|