অক্টোবর ১২, ২০১৯
তালায় লিগ্যাল এইড কমিটির কর্মশালা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: তালায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২অক্টোবর) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন ও সাতক্ষীরা জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সাতক্ষীরা সার্কেল এসপি মো. হুমায়ূন কবির, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা প্রেস ক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু প্রমুখ। এ সময় কর্মশালায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, তালা ন্যাশনাল সার্ভিস এর সকল সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সুধীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা বলেন, গরিব-দুঃখী মানুষের আইনের সহায়তা পাওয়া মৌলিক অধিকার। টাকার অভাবে আর কোন গরিব-দু:খী মানুষকে বিচার থেকে বঞ্চিত হতে হবে না। তাদেরকে আইনি সহায়তা করবে আইনগত সহায়তা প্রদান কমিটি। উক্ত কর্মশালায় প্রধান অতিথি লিগ্যাল এইড সম্পর্কে সর্বসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 8,638,409 total views, 3,408 views today |
|
|
|