Site icon suprovatsatkhira.com

তালায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তালা প্রতিনিধি: ‘পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে তালা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে র‌্যালি শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা থানার শিক্ষানবিশ পুলিশ সার্কেল আফসান, তালা থানার ওসি দতন্ত শেখ সেকেন্দার আলী প্রমুখ। এ সময় কমিউনিটি পুলিশিং-এর সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহŸান জানান। জনগণের সহযোগিতার মাধ্যমে দুর্নীতিমুক্ত, মাদক ও সন্ত্রাস থেকে জাতিকে রক্ষা করা সম্ভব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version