ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা দুর্যোগ ব্যবস্থা কমিটি এ মহড়ার আয়োজন করেন। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহান আল্লাহর রহমতে সকল দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের কর্মকান্ড ও উন্নয়ন দেখে বাংলাদেশকে অনুকরণ করছে বিশ্ব। প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। সেগুলোকে দমন বা নিবারণের লক্ষে প্রতিবছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়ে থাকে। ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ¡াস, খরা, ঘূর্ণিঝড়, বজ্রপাত, মহামারি, দুর্ভিক্ষ প্রভৃতি মানবসমাজসহ পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে বিরূপ প্রভাব পড়ে। দুর্যোগ মাঝে মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি করে যা মানুষের পক্ষে মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ে। তবে সচেতন হলে দুর্যোগের ক্ষয় ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বিশেষ গুরুত্ব বহন করে। ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের সংখ্যা বৃদ্ধি করেছে সরকার। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বজ্রপাত মোকাবিলায় সারাদেশে তালগাছ রোপণ কার্যক্রম চালু হয়েছে। বজ্রপাত ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে।’ এ সময় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রোফেসর এস.এম আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, ডব্লু.এফ.পি’র মো. মামুনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ মোকাবিলা বিষয়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। হাজার হাজার মানুষ দুর্যোগ মোকাবিলা বিষয়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বিষয়ক মহড়াটি উপভোগ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়।
ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের সংখ্যা বৃদ্ধি করেছে সরকার : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে-এমপি রবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/