Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির আহ্বায়ক মনোনিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সদস্যসচিব মনোনিত হয়েছেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী।

কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম- আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন ও ডি.এম সিরাজুল ইসলাম।

সদস্য যথাক্রমে জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মাষ্টার নরিম আলী, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু, আওয়ামী লীগ নেতা কাজী নওশাদ দিলওয়ার রাজু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল হক মাস্টার, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমল মাস্টার, প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে আওয়ামী লীগ নেতা শেখ আবুল কাশেম, তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ আলী, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মোজাম, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান,ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুৎ শাহাদাত রাজা।

বিগত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শো’কজের প্রক্রিয়া থাকায় কমিটিতে স্থান পাননি দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং সাবেক সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। তবে কমিটিতে সদস্য মনোনিত হয়েছেন ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে শেখ আবুল কাশেম। কমিটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: ২০১৫ সালের ১১ জানুয়ারী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় পূণরায় সভাপতি নির্বাচিত হন বর্ষিয়ান জননেতা যুদ্ধকালীন কমান্ডার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। আর কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাঈদ মেহেদী। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে গ্রপিং থাকার কারণে দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। একপর্যায়ে চলতি বছরের ১৩ জানুয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান মৃত্যুবরণ করেন। আর এর মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে একমাত্র ব্যক্তিতে পরিণত হন সাঈদ মেহেদী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version