অক্টোবর ৩১, ২০১৯
কালিগঞ্জে ২৬ লক্ষ টাকা ছিনতাই: ১ রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিকাশ এজেন্ট কর্মকর্তাদের কাছ থেকে ২৬ লক্ষ টাকা ছিনতাই’র অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের কাটাখালি নামকস্থানে। ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সূত্র জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২ টার দিকে শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাষ্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন কুমার সাতক্ষীরা সাউথইষ্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লক্ষ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল ৫ টার দিকে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কাটাখালি নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে ৩ জন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে যোগে এসে বিকাশ কর্মকর্তাদের গতিরোধ করে। এসময় ওই ছিনতাইকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বিকাশ এজেন্টের কর্মকর্তাদের কাছে থাকা একটি ব্যাগ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যাগে ২৬ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন বিকাশ কর্মকর্তারা। 8,569,957 total views, 8,662 views today |
|
|
|