নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে প্রতারণা করে লটারি বিক্রিকালে ৭ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজার ও মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চাপুলিয়া গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে হাসিবুর রহমান (২৫), আবু সরদারের ছেলে শামীম সরদার (৩৪), নান্নু সরদারের ছেলে রিয়াজুল ইসলাম (১৮), চান্দেরচর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল মোল্লা (২৫),মাওলী গ্রামের শেখ ইকরামুল হোসেনের ছেলে উজ্জ্বল শেখ (৩৫), গোপাল জেলার কাশিয়ানী উপজেলার কলেজ রামদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদী হাসান (২২), গোপালগঞ্জ সদর থানার চরসুখতাল গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান সরদার (২৫)।
থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে আটককৃত ওই যুবকরা উপজেলার কদমতলা বাজার ও নাজিমগঞ্জ বাজারে প্রতারণার মাধ্যমে লটারি বিক্রি করছিল। এসময় থানার উপ-পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।