নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষার্থীদের জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১ টায় দিকে রোকেয়া মনসুর মহিলা কলেজ যুব ফোরামের আয়োজনে সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। বেসরকারি সংস্থা লিডার্স’র বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কলেজের বিভিন্ন বর্ষের ৫২ জন শিক্ষার্থীর উপস্থিতিতে জীবন দক্ষতা বিষয়ক সেশন পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার সুলতা সাহা। এসময় ফিল্ড ফ্যাসিলিটেটর সম্পা বিশ্বাসসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ১৬ মাসে ১৬ জীবন দক্ষতা বিষয়ক সেশন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।