Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের মৌতলায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বাঁশ কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনছার আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের ঝড়–খামার গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।

থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান জানান, শনিবার (৫ অক্টেবর) সকাল সাড়ে ১০ টার দিকে আনছার আলী নিজ বসতভিটায় বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান। বিদ্যুৎলাইনের তারের সংস্পর্শে ঝাড়ের বাঁশ বিদ্যুতায়িত থাকার কারণে তিনি বাঁশে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক জিয়ারত আলী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। এঘটনায় নিহত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে (মামলা নম্বর-৩৪, তারিখ-৫/১০/১৯ খ্রি:)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version