নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের নৈহাটি গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে ওই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, রবিউল ইসলাম, জব্বার গাজী ও নাছির উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নৈহাটি গ্রামের মানুষের চলাচলের জন্য দুই’শ বছরের পুরাতন একটি রাস্তা রয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করে। কিন্তু বছর খানেক পূর্বে ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে সাকের হোসেন গাজী (৩০), তার বড় ভাই আকবার হোসেন গাজী (৩২), জলিল গাজীর ছেলে জামাল হোসেন গাজী, ফকির চাঁদ’র ছেলে খলিলুর রহমান (৬০) গং রাস্তা দখল করে বসতঘর নির্মাণের পায়তারা শুরু করে।
এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তৎকালীন উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামানের নিকট অভিযোগ দায়ের করেন। সে সময় উপজেলা চেয়ারম্যান সরেজমিন তদন্ত করে জনসাধারণের পথ বাদ দিয়ে ঘর নির্মাণ নতুবা অন্য জায়গা দিয়ে পথের ব্যবস্থা করে তারপর বসতঘর নির্মাণের জন্য রায় প্রদান করেন। সে সময় উভয় পক্ষ রায় মেনে নেন। কিছুদিন পর উপজেলা চেয়ারম্যান মৃত্যুবরণ করেন। এরপর সাকের গাজী গং পূণরায় রাস্তা দখলের চেষ্টায় পায়তারা শুরু করেন। একপর্যায়ে সাকের গং রাস্তার পাশ দিয়ে বসতঘর নির্মাণ করতে থাকে।
বিষয়টি নিয়ে এলাকাবাসী কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে রাস্তাটির বিষয়ে মিমাংসা না হওয়া পর্যন্ত রাস্তাটি যেভাবে আছে সেভাবে থাকবে বলে উভয় পক্ষকে জানিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার।
কিন্তু সাকের গং অতিরিক্ত পুলিশ সুপার’র কথা অমান্য করে জনসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। এসময় স্থানীয় জনসাধারণ বাঁধা দিলে সাকের গং দা, শাবল, লাঠি নিয়ে তাদেরকে মারতে উদ্যত হয়। এসময় গ্রামবাসী আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘটনাস্থল ত্যাগ করেন।
বর্তমানে সাকের গং গ্রামের সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়াসহ তাদের বৌ ও মেয়েদের ইজ্জত হানি করবে বলে হুমকি প্রদান করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এমতাবস্থায় জনসাধারণের চলাচলের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।
কালিগঞ্জের ধলবাড়িয়ায় দুই’শ বছরের পুরাতন জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/