Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৪ দিন ব্যাপী ডিজিটাল কনটেন্টের মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। রোববার (২০ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আশেকুজ্জামান, সন্দিপ কুমার রায়, রবি শংকর দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষক ছিলেন, কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ, কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিরুল ইসলাম প্রমুখ। ২০ অক্টোবর হতে ২৪ অক্টোবর পর্যন্ত চলমান কর্মসূচিতে ৪০ জন করে ২ ব্যাচে মোট ৮০ জন শিক্ষককে আইটি বিষয়ে আরও সক্ষমতা ও পারদর্শী করার লক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করেছে কলারোয়া উপজেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা)’র সহায়তায় কলারোয়া উপজেলা শিক্ষা অফিস এই প্রশিক্ষণটির বাস্তবায়ন করছে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প সমন্বয়ক (জাইকা) আব্দুস সালাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version