আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সিনি: উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, সাবেক চেয়ারম্যান স,ম সেলিম রেজা সেলিম। সভায় খাস জমি (খাল, নদী, জলাশয়) একসনা বন্দোবস্ত না দেওয়া, শ্রেণি পরিবর্তন যোগ্য জমিতে আশ্রয়ণ প্রকল্প ও মুজিব কেল্লা নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
8,889,228 total views, 121 views today