অক্টোবর ২৫, ২০১৯
আশাশুনিতে ৬টি কাঁচা রাস্তায় এইচবিবি’র টেন্ডার অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ৬টি মাটির রাস্তায় এইচ বি বি করণের জন্য টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ টেন্ডার অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি কুদ্দুসের বাড়ি থেকে রুইয়ারবিল পর্যন্ত ৭শ’ ৫০ মিটার রাস্তা, কাদাকাটি ইউনিয়নের শাহনগর আজিজুল দফাদারের বাড়ির নিকট পিচের রাস্তার মুখ থেকে বলাবুনিয়াগামী ৭শ’ ৫০ মিটার মাটির রাস্তা, খাজরা ইউনিয়নের রাউতাড়া রাজবংশী পাড়া থেকে নাকনা খেয়াঘাট পর্যন্ত ৭শ’ ৫০ মিটার রাস্তা, আনুলিয়া ইউনিয়নের বাগালী চলমান এইচবিবি রাস্তা থেকে আটানী বাগালী গামী ৭শ’ ৫০ মিটার রাস্তা, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা মন্টু ঠাকুরের বাড়ি থেকে খেড়–য়ারডাংগা হযরত ফকিরের বাড়িগামী ৫শ’ মিটার মাটির রাস্তা, শোভনালী ইউনিয়নের মজগুরখালী লতিফের বাড়ি থেকে নূর আলির বাড়ি গামী ৫শ’ মিটার মাটির রাস্তা ও বাঁকড়া মোড়ল পাড়া জামে মসজিদ থেকে পরামানিক বাড়ি ওয়াপদা পর্যন্ত ১হাজার মিটার মাটির রাস্তা ইটের এইচবিবি করণের লক্ষে এ টেন্ডার অনুষ্ঠিত হয়। টেন্ডার বক্স খোলা ও লটারি কার্যক্রম অনুষ্ঠানকালে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, নির্বাচন অফিসার সাইফুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সেক্রেটারি সমীর রায় ও টেন্ডার জমাদানকারী ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ওয়ার্ক অর্ডার পেলেই দ্রæততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সরকারের জনকল্যাণমুখী কার্যক্রমকে সফল করবেন। 8,889,952 total views, 845 views today |
|
|
|