Site icon suprovatsatkhira.com

আবারও কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারের বিরুদ্ধে আবারও অসদাচারণ,অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন ও বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করেছেন উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত মানাউল্লাহ গাজীর ছেলে মন্তেজ আলী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মন্তেজ আলী ১৮০নং শ্রীপুর মৌজার এস.এ ৪৯ নং খতিয়ানের ৩৯৯/৭৮-৭৯ নং ভিপি ইজারা কেসের ৮০ শতাংশ জমি ১৯৭৮ সাল থেকে ১৪২৫ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা নিয়ে সরকারি নীতিমালা অনুযায়ী নবায়নপূর্বক ভোগদখল করে আসছেন। ওই জমি ১৪২৬ সনে ইজারা গ্রহণের জন্য বিধি মোতাবেক আবেদন করলে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারের উপর দায়িত্ব অর্পণ করা হয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন বাবদ মোন্তেজ আলীর নিকট ৩০ হাজার টাকা উৎকোচ দাবি করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার।

চাহিদা অনুযায়ী উৎকোচ না পেয়ে উক্ত জমির মধ্যে ২৫ শত শতাংশ জমি ঘুষবাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে জনৈকা রুমা খাতুনের পক্ষে তিনি ইজারা প্রদানের জন্য প্রতিবেদন প্রদান করেন।
লিখিত আবেদনের তিনি আরও জানান, উপজেলার ৫৫নং মহৎপুর মৌজার এস.এ ২৬২নং খতিয়ানের ৬০৩ দাগের ২০ শতাংশ জমি ভিপি ১৪০/৭৭-৭৮ নং কেসের মাধ্যমে ইজারা গ্রহণ করেন মহৎপুর গ্রামের মাওলানা হাবিবুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন। তিনি ১৪২৫ সালের জন্য ইজারা নবায়নের জন্য আবেদন করলে বিষয়টি নিয়েও উক্ত ভূমি কর্মকর্তা অজ্ঞাত কারণে পাকা ঘরবাড়ির বিষয়টি উল্লেখ না করে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন প্রদান করেছেন। বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অবৈধ ভাবে লক্ষ লক্ষ টাকা অর্থ হাতিয়ে নিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার কুশুলিয়ার চন্ডিতলা মোড় এলাকায় বহুতল মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগে জানানো হয়েছে।

এসব অনিয়ম দুর্নীতি ও জমি মালিকদের হয়রানির বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রতিকারের জন্য দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২২ অক্টোবর কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারের বিরুদ্ধে উৎকোচ দাবি, হয়রানি ও অসদাচারণের বিষয়ে তদন্তপূর্বক আইনানূগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুলিয়া দূর্গাপুর গ্রামের মৃত সুরেন্দ্রনাথ মন্ডলের ছেলে পরিমল কুমার মন্ডল (৫৫)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version