অক্টোবর ২৯, ২০১৯
আবারও কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারের বিরুদ্ধে আবারও অসদাচারণ,অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন ও বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করেছেন উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত মানাউল্লাহ গাজীর ছেলে মন্তেজ আলী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মন্তেজ আলী ১৮০নং শ্রীপুর মৌজার এস.এ ৪৯ নং খতিয়ানের ৩৯৯/৭৮-৭৯ নং ভিপি ইজারা কেসের ৮০ শতাংশ জমি ১৯৭৮ সাল থেকে ১৪২৫ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা নিয়ে সরকারি নীতিমালা অনুযায়ী নবায়নপূর্বক ভোগদখল করে আসছেন। ওই জমি ১৪২৬ সনে ইজারা গ্রহণের জন্য বিধি মোতাবেক আবেদন করলে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারের উপর দায়িত্ব অর্পণ করা হয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন বাবদ মোন্তেজ আলীর নিকট ৩০ হাজার টাকা উৎকোচ দাবি করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার। চাহিদা অনুযায়ী উৎকোচ না পেয়ে উক্ত জমির মধ্যে ২৫ শত শতাংশ জমি ঘুষবাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে জনৈকা রুমা খাতুনের পক্ষে তিনি ইজারা প্রদানের জন্য প্রতিবেদন প্রদান করেন। এসব অনিয়ম দুর্নীতি ও জমি মালিকদের হয়রানির বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রতিকারের জন্য দাবি জানানো হয়েছে। 8,571,133 total views, 9,838 views today |
|
|
|