এম.আর মামুন, বল্লী প্রতিনিধিঃ সদর উপজেলার বল্লী ইউনিয়নের ৪৯ নং রঘুনাথপুর সরকিরি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন ২০১৯ উপলক্ষ্যে অত্র এলাকা থেকে ২ জন পুরুষ অবিভাবক সদস্য ও ২ জন মহিলা অবিভাবক সদস্য পদে এবং ২ জন পুরুষ বিদ্যুৎসাহী সদস্য ও ১ জন মহিলা বিদ্যুৎসাহী সদস্য পদে মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বরাবর আবেদন করেন। এমপি মহোদয় ২ জন পুরুষের মধ্য থেকে ১ জন পুরুষকে বিদ্যুৎসাহী সদস্য ও ১ জন মহিলাকে বিদ্যুৎসাহী সদস্য, ১ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি, ২ জন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও ১ জন ইউপি প্রতিনিধি সদস্য সহ সর্বমোট ১১ জন কমিটির সদস্য হিসাবে বাছাই করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খানম বরাবর পাঠান। বুধবার (১৬ অক্টোবর) উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা উক্ত কমিটিকে অনুমোদন দিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খানম এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ জন কমিটির সদস্যকে জানিয়ে দেন যে, শনিবার (১৯ অক্টোবর) তাং এ সভাপতি আহবানের শেষ দিন ও রবিবার (২০ অক্টোবর) যাচাই বাছাই এবং ২২ অক্টোবর নির্বাচন। কিন্তু অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৯ অক্টোবর) জনাব ডা. মো. মোশারফ হোসেন সভাপতি ও সেলিনা খাতুন সহ-সভাপতি পদে মনোনয়ন পত্র প্রধান শিক্ষকের নিকট পেশ করেন।
উক্ত তারিখে আর কেউ মনোনয়ন পত্র পেশ করেননি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ১১ জন বিশিষ্ট সদস্যের তালিকা…
১. প্রধান শিক্ষক – জনাব ফাতেমা খানম
২. সহকারী শিক্ষক – শহীদুজ্জামান পলাশ
৩. ডা. হাসানুজ্জামান – অবিভাবক সদস্য (পুরুষ)
৪. ডা. মোশারফ হোসেন – অবিভাবক সদস্য (পুরুষ)
৫. লাবনী খাতুন – অবিভাবক সদস্য (মহিলা)
৬. শাহিনা খাতুন – অবিভাবক সদস্য (মহিলা)
৭. সেলিনা খাতুন – বিদ্যুৎসাহী সদস্য ( মহিলা)
৮. মজিদ গাজী – বিদ্যুৎসাহী সদস্য ( পুরুষ)
৯. আনোয়ার হোসেন (মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি)
১০. নূরুল আমিন (জমিদাতা)
১১. এরাদ আলী ( ইউপি সদস্য)
৪৯ নং রঘুনাথপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ এ ম্যানেজিং কমিটি নির্বাচন ২০১৯ প্রসঙ্গ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/