স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি-২০১৯ পালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কলেজ প্রাঙ্গণে জেলা রোভার এ ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে। সুন্দরবন বøাড ডোনেশন সোসাইটির পরিচালনায়, সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। বিশেষ অতিথি ছিলেন, রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক, সম্পাদক এসএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আবু তালেব, কোর্স লিডার ইয়াছিন আলী, সুন্দরবন বøাড ডোনেশনের সভাপতি ডা. সালেহ মো. ইসরাইল, সেক্রেটারি আরিফুর রহমান জেমস, মো. কওছার আলী, কোষাধ্যক্ষ মো. মহিবুল্লাহ। এ সময় বিভিন্ন কলেজের রোভার নেতা, রোভার ও গার্লস ইন রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/