Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে র‌্যালিটি রোটারি ক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শেষ হয়। এরপর সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিশ্ব পোলিও দিবসের কার্যক্রমের দিক নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, বিশ্ব পোলিও দিবস কমিটির চেয়ারম্যান রোটা: সৈয়দ হাসান মাহমুদ পিএইচএফ। লিখিত বক্তব্য তিনি বলেন, প্রতি বছর এক মিলিয়ন এর অধিক রোটারি সদস্য অর্থ ও শ্রম ঘণ্টা ব্যায় করে পোলিও নির্মূলে অংশগ্রহণ করছে। শত শত সদস্য প্রতি বছর স্বাস্থ্য কর্মীদের সাথে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পোলিও আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের পোলিও ভ্যাকসিন প্রদান করে। বিভিন্ন এলাকার দারিদ্র্য পীড়িত মানুষের জন্য জনসচেতনতামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, রোটারির সহযোগী সংস্থার মাধ্যমে ৯৯.৯ শতকরা পোলিও নির্মূল করতে পেরেছি। শুধুমাত্র দুইটি দেশ আফগানিস্তান ও পাকিস্তান এখনও পোলিও মুক্ত হতে পারেনি। এ সময় অ্যাসিসটেন্প গভর্নর মাহমুদুল হক সাগর, ক্লাব সেক্রেটারি ফারহাদীবা খান, সদস্য ডা: সুশান্ত কুমার ঘোষ, মনিরুজ্জামন টিটো, কামরুজ্জামান রাসেল ও মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version