অক্টোবর ৩, ২০১৯
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলার উত্তর কাটিয়া দাস পাড়ার প্রবীণ আবাসন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি এম সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবীণ আবাসন কেন্দ্রের সকল প্রবীণদের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়মিত একজন ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হবে। পাশাপাশি প্রতিমাসে নির্ধারিত একটি দিনে এই আবাসন কেন্দ্রে মেডিকেল টিম এসে এখানে থাকা প্রবীণদের মেডিকেল চেকাপ করানো হবে। এছাড়া তাদের যে মেডিসিন প্রয়োজন সেটির ব্যবস্থাও আমি করে দেব। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস চৌধুরী, সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন সহকারী ভূমি কমিশনার আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। সভাপতির বক্তব্যে জি এম সৈকত বলেন, প্রবীণদের নিয়ে গড়ে উঠা এই আবাসন কেন্দ্রটি দীর্ঘ ৫ বছর যাবৎ পরিচালিত হচ্ছে। এখানে বর্তমানে ১৬ জন প্রবীণ আছেন। যে স্থানটিতে এই আবাসন কেন্দ্রটি আছে সেখানে আমরা ৫ বছর ধরে ভাড়া দিয়ে আসছি। সরকারী কর্মকর্তাদের কাছে তিনি দাবি জানিয়ে বলেন, প্রবীণদের জন্য সরকারিভাবে একটি আবাসন কেন্দ্র নির্মাণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি তিনি আরও বলেন এখানে থাকা প্রবীণদের চিকিৎসা সেবার জন্য যদি সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফ্রি সেবা দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে সমাজের অবহেলিত এই প্রবীণ পিতা মাতার কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। প্রবীণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শেখ জাবেদ আলী। তিনি বলেন, আমি খুলনা খালিশপুরের একজন বাসিন্দা। দীর্ঘ ২০ বছর আগে আমার স্ত্রী মারা যায়। তারপর আমার মেয়ে খুলনা বিএল কলেজ থেকে এমএ পাশ করে একটি ছেলের সাথে নিজে থেকে বিয়ে করলে আমি তার প্রতিবাদ করেছিলাম যার ফলস্বরূপ আজ আমি এই প্রবীণ আবাসন কেন্দ্রে আছি। ছেলেমেয়েরা আমাকে তাড়িয়ে দিলে আমি এখানে চলে আসি আল্লাহর রহমতে আমি আমার ছেলে-মেয়েদেরকে ছেড়ে এখানে অনেক ভালো আছি। 8,474,625 total views, 2,265 views today |
|
|
|