অক্টোবর ১৬, ২০১৯
শ্যামনগরে পিপি জহুরুল হায়দারকে সংবর্ধনা
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ২য় বারের মতো পিপি নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবুকে শ্যামনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবিরের সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাড. জহুরুল হায়দার বাবু দ্বিতীয় বারের মতো পিপি নির্বাচিত হওয়ায় শুকরিয়া আদায় করে সকল সাংবাদিক সুশীল সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জর্জ হোসনেয়ারা খাতুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি তার সহযোগিতায় আজ আবারও পিপি হতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর অক্লান্ত প্রচেষ্টায় শ্যামনগর আজ পৌরসভা ঘোষণা হয়েছে। এ সময় নওয়াবেকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রেসক্লাবের উপদেষ্টা আবু সাইদ, শেখ আফজাল হোসেন, সহ-সভাপতি এসকে সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানসহ প্রেসক্লাব রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সহ সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন। 8,878,397 total views, 6,345 views today |
|
|
|