অক্টোবর ৫, ২০১৯
শেখ হাসিনা ক্ষমতায় তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের মানুষ স্বাধীন ভাবে উৎসব পালন করছে : পূজা মন্ডপ পরিদর্শন কালে আ.ফ.ম রুহুল হক এমপি
মীর খায়রুল আলম/এম এ মামুন: দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, অনুদান প্রদান ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। শনিবার (৫ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার পুজা মন্ডপগুলো পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় সে জন্য দেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় উৎসব উদযাপন করছে। আ’লীগ ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ স্বাধীন ভাবে আনন্দ উদ্দীপনার মধ্যে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশের প্রতিটি মানুষ তাদের যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারছে। এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। 8,475,501 total views, 229 views today |
|
|
|