বেনাপোল প্রতিনিধি: প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশে নির্যাতনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শার্শা উপজেলার শিক্ষকরা। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। যশোরের শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি মুকুল বলেন, একযোগে দেশের সব বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় একযোগে শনিবার উপজেলার ১শ’ ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বিদ্যালয়ের সামনে সকাল ১১টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করেছে। উল্লেখ্য, গত বুধবার গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের পূর্ব ঘোষিত মহা সমাবেশে বাধা দেয় পুলিশ। শিক্ষকরা শহীদ মিনারের সামনে থেকে সরে গিয়ে পাশেই অবস্থান নেন। এ সময় পুলিশের দুই দফায় লাঠি চার্জে ১০ জন শিক্ষক আহত হয়েছিল বলে শিক্ষক নেতারা দাবি করেন। আগামী ১৩ নভেম্বরে মধ্যে ১০ম গ্রেড ও সহকারীদের ১১তম গ্রেড না দিলে আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং পরে বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
শার্শায় প্রাথমিক শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/