Site icon suprovatsatkhira.com

মেধা তালিকায় চট্টগ্রাম মেডিকেলে চান্স পেয়েছে কলারোয়ার পঙ্কজ

কলারোয়া প্রতিনিধি: মেধা তালিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এম বি বি এস পড়ার জন্য সুযোগ পেয়েছে কলারোয়ার পঙ্কজ কুমার পাল। সে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের আইচপাড়া গ্রামের শিক্ষক মধুসূদন পাল ও গৃহিণী অণিমা রাণী পালের একমাত্র সন্তান। এর আগে পঙ্কজ কুমার পাল ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় এবং ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও জিপিএ ৫ অর্জন করে। সে এ বছর সরকারি স্বাস্থ্য শিক্ষা অনুষদের এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১৪৫ তম স্থান লাভ করেছে। কেঁড়াগাছি ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী পঙ্কজ কুমার পাল যেন চিকিৎসা বিদ্যা সফলভাবে সম্পন্ন করে এলাকার জনসাধারণের সেবা করতে পারে সেজন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তার পিতা-মাতা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version