Site icon suprovatsatkhira.com

মিড ডে মিল’র ফলে শিক্ষায় ঝরে পড়ার হার কমবে : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জুনায়েদ হোসেন লস্কর বায়রন’র সভাপতিত্বে মিড ডে মিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিস চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ ও দেশের কর্ণধার। নতুন প্রজন্মের এ শিক্ষার্থীদের সু নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষায় ঝরে পড়া রোধ, ক্লাসে ছাত্রছাত্রী ধরে রাখা এবং শিক্ষার মান বাড়াতে সব শিক্ষার্থীকে দুপুরের খাবার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে জাতীয় স্কুল মিল নীতি ২০১৯-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। এ নীতিমালা অনুমোদনের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে। তাদের আর না খেয়ে শোয়া ৪টা পর্যন্ত স্কুলে থাকতে হবে না। তারা এখন দুপুরে রান্না করা খাবার খেতে পারবে। দুপুরে খাবার দেয়ার ফলে শিক্ষার্থীরা পাঠ গ্রহণে আরো মনোযোগী হবে। বর্তমানে দুপুরের পর অনেক শিক্ষার্থী ক্লাস করতে আগ্রহ হারিয়ে ফেলে। কারণ এক শিফটের স্কুলে সকাল শোয়া ৯টা থেকে শোয়া ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে থাকার মতো শক্তি থাকে না। একটানা সাড়ে ৩ ঘণ্টা ক্লাস করার পর দুপুর শোয়া ১টার সময় মাত্র ৩০ মিনিটের বিরতি দেয়া হয়। এ সময়ের মধ্যে একজন শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে খাবার খেয়ে ফিরে আসাটা দুরূহ। আবার বাড়ি গিয়ে খেয়ে আসা সম্ভব, কিন্তু দুপুর ১টার মধ্যে গ্রামের কতজন মা পারেন রান্নার কাজ শেষ করতে? অধিকাংশই পারেন না।’ মিড ডে মিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, বিশিষ্ট সমাজসেবক এবং সাতক্ষীরার ক্লিন ইমেজের সবার প্রিয় যুব নেতা মীর মহিতুল আলম মহি, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ হোসেন আজু প্রমুখ। এসময় দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে মিড ডে মিল’র খাবার বিতরণ করেন এবং বিশিষ্ট সমাজসেবক যুব নেতা মীর মহিতুল আলম মহি’র পক্ষ থেকে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। এসময় দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা, সহকারী প্রধান শিক্ষক সামছুন্নাহার, সহকারী শিক্ষক নিলুফা ইয়াসমিন, হাফিজা খাতুন, ফারজানা বানু, ছাবিরা আক্তার, সৌমেন হাসান খানসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version