রাকিবুল ইসলাম: জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাবিনা খাতুন ও তার দলের সদস্যদের প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাশ। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুল লায়লার পরিচালনায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক তৈয়েবুর রহমান, ক্রীড়া শিক্ষক শেখ জাহিদ হাসান, সাবেক ক্রীড়া শিক্ষিকা রাফিয়া বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সংবর্ধিত খেলোয়াড় ছিলেন, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুন, মিসরাত জাহান মৌসুমি, সাবিনা আক্তার, রাজিয়া খাতুন, খালেদা খাতুন, সুরভী আক্তার ইতি, সুমি আক্তার, লিপি আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা ও ক্রীড়া অঙ্গনে অংশগ্রহণের আহবা্ন জানান।