বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন বসবাস কৃত বাড়ির রাস্তা আটক করে শত্রæতা মূলক ভাবে ঘর নির্মাণ করেছে। ঘটনাটি আছে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর দক্ষিণপাড়ায়।
খানপুর দক্ষিণপাড়ার ফিরাজতুল্লাহ মোড়লের ছেলে ও কদমখালী পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম ফারুক হোসেন জানান, ক্রয় সূত্রে জমি কিনে খানপুর দক্ষিণপাড়া দীর্ঘদিন বসবাস করছেন তিনি। কিন্তু সম্প্রতি শওকত আলী, মোহাম্মদ আলী, সিদ্দিক আহমদ আলী, জিন্নাতুল হেনা খাতুন ব্যক্তি তাকে নানাভাবে হয়রানি করে চলেছে। ৪০ বছরের বসবাসকৃত জমি আটকে এইসব ব্যক্তিরা ঘর নির্মাণ করেছে এবং তাদের চলাচলের পথ আটকে দিয়েছে। পথের উপর ঘর তৈরি করতে নিষেধ করলে ওই সব ব্যক্তিরা তার বাবা ফিরাজতুল্লাহ ফের মারপিট করে।
ওইএলাকার জোহরা খাতুন ও জামিলা খাতুন জানান রাস্তাঘাটে ঘর নির্মাণকারীরা অত্যন্ত শক্তিশালী এবং সন্ত্রাসী প্রকৃতির। তারা অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করে,এছাড়া বড় ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটানোর মতো ব্যক্তি।
এদিকে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন তার চলাচলের রাস্তাটি উন্মুক্ত করে দেয়ার জন্য প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধির দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।
মসজিদের ঈমামের বের হওয়ার রাস্তায় ঘর নির্মাণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/