Site icon suprovatsatkhira.com

মরণ ব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে সাহায্যের আবেদন

ডেস্ক রিপোর্ট: ক্যান্সার রোগে আক্রান্ত মো. আইয়ুব হোসেন (৪৮) জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আইয়ুব হোসেন সাতক্ষীরা শহরের পলাশপোল বৌ-বাজার এলাকার মেছের আলী সরদারের ছেলে। আইয়ুব হোসেন জানান, ২০১৭ সালের শেষের দিকে তার ক্যান্সার রোগ ধরা পড়ে। এই দুরারোগ্য রোগের ব্যয় বহুল চিকিৎসা করতে গিয়ে তার দরিদ্র পরিবার আজ নি:স্ব। দুই ছেলে নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। আইয়ুব হোসেন আরও জানান, তার বড় ছেলে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত। আর ছোট ছেলে সাতক্ষীরার রোজ গার্ডেন স্কুলে পড়ত। বর্তমানে খরচ চালাতে না পেরে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। বর্তমানে মাথা গোঁজার শেষ আশ্রয় টুকু চিকিৎসা চিকিৎসা খরচ চালাতে গিয়ে বিক্রি করে দিয়েছেন। কিন্তু এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। জরুরী ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবননাশের আশঙ্কা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। বর্তমানে আইয়ুব হোসেন ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি আছেন। এমতাবস্থায় তার মরণ ব্যাধি ক্যান্সার রোগের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। অসহায় মো. আইয়ুব হোসেনের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি অথবা যোগাযোগ করুন। মোবাইল নম্বরে- ০১৮২৩-০২৩৩৬৩ (বিকাশ)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version