ডেস্ক রিপোর্ট: ভোমরা স্থাল বন্দরে যানজট নিরসন কাজে নিয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের উপর অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধাসহ ৩জন আহত হয়েছে। গুরুত্বর জখমি আলম গাজীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভোমরা স্থলবন্দর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভারত থেকে আসা ট্রাক গুলো নিয়ন্ত্রণের সময় ভোমরা এলাকার মোকছেদ গাজীর পুত্র মিলনের নেতৃত্বে গফুরের পুত্র জাহাঙ্গীর, রহিমের পুত্র রানা, মেহেদী, গফুর, রশিদের পুত্র কবির সহ ৫/৬জন সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে জানায় বীর মুক্তিযোদ্ধা আবু গফফার গাজী। তিনি আরও জানান, আমাদের সংগঠনটি ১১জন বীর মুক্তিযোদ্ধা নিয়ে গঠিত। কিন্তু একাধিক মামলার আসামি মিলন গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজন দিয়ে ওত পেতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুযোগ বুঝে আমাদের উপর এ হামলা চালিয়ে আমাকে সহ গফুর রিয়াজুল ইসলাম, আলম কে বেধড়ক মারপিট করে আহত করে। আলমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে সংগঠন সূত্রে জানা যায়।
ভোমরা স্থাল বন্দরে শ্রমিকদের উপর হামলা: মুক্তিযোদ্ধাসহ আহত-৩
https://www.facebook.com/dailysuprovatsatkhira/