শ্যামনগর প্রতিনিধি: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, মহিলা ইউপি সদস্যা মোছা. নার্গীস হাবিব, অন্যান্য ইউপি সদস্য বৃন্দ, ভিডিসি সদস্য, ডল্বিউ ডিএমসি সদস্য, যুব সেচ্ছা সেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। সহযোগিতায় সুশীলন নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফতেমা খানম।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/